সীতাই: সিতাইয়ে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে উপস্থিত বিধায়িকা সংগীতা রায়
সিতাইয়ে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে উপস্থিত বিধায়িকা সংগীতা রায়। শুক্রবার রাত আটটা নাগাদ তিনি সেখানে এসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে উৎসাহিত করেন। প্রসঙ্গত সারাদিন ধরে সাধারণ মানুষ কে SIR এনুমারেশন ফর্ম পূরণ সহ অন্যান্য সাহায্য কাজ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা সিতাই ব্লকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। সেই কারণে এদিন রাতে বিধায়িকা সংগীতা রায় তাদের উৎসাহিত করে।