পানীয় জল সরবরাহের পাইপ লাইন ফুটো হয়ে এক জুতোর দোকানে জল ঢুকে কুড়ি হাজার টাকার জিনিস ক্ষতি হয়েছে বলে দাবি করলেন বরাবাজার নামপাড়ার এক জুতোর দোকানদার। বেশ কয়েক মাস ধরে বরাবাজার শহর জুড়ে পানীয় জল নিয়ে বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কোন কোন পাড়াতে পর্যাপ্ত পানীয় জল আবার কোন কোন পাড়াতে একেবারেই জল নেই এমনই চিত্র বরাবাজার শহর জুড়ে লক্ষ্য করা গেছে বিগত দিনে। বৃহস্পতিবার সকালে এক অন্য চিত্র ফুটে উঠলো বরাবাজার নামোপাড়ায়।