মিনাখাঁ: গৃহবধূকে শ্লিলতহানির ঘটনায় বামনপুকুর এলাকা থেকে প্রতিবেশী এক যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ
গৃহবধূকে শ্লিলতহানির ঘটনায় বামনপুকুর এলাকা থেকে শনিবার দুপুর একটা নাগাদ প্রতিবেশী এক যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ মিনাখাঁর বামনপুকুর এলাকায় এক গৃহবধূকে গত কয়েকদিন ধরেই মাঝেমধ্যেই কু প্রস্তাব দিচ্ছিল প্রতিবেশী এক যুবক। এমনটাই অভিযোগ ওই গৃহবধুর। ওই গৃহবধুর অভিযোগ গত বৃহস্পতিবার ওই গৃহবধূ যখন বাড়িতে একা ছিল তখন প্রতিবেশী ওই যুবক বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ওই গৃহবধূ চিৎকার করে ওঠে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুট