মাথাভাঙা ২: লতাপাতা সংলগ্ন এলাকায় যুব কমিটির উদ্যোগে আটদলীয় নৈশ হাডুডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে
মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপাতা সংলগ্ন এলাকায় যুব কমিটির উদ্যোগে আয়োজিত আটদলীয় নৈশ হাডুডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল সোমবার রাত আটটা নাগাদ।এদিন উপস্থিত ছিলেন তৃণমূল যুবর রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী,মাথাভাঙ্গা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান এদিন আনুষ্ঠানিকভাবে আট দলীয় নৈশ হাডুডু টুর্নামেন্টের সূচনা করা হয়।