বর্ধমান ১: রায়না থানার খালের পুল গ্রামে কার্বলিক বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক
রায়না থানার খালের পুল গ্রামে কার্বলিক বিষ খেয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম অচিন্ত্য সরকার (২০) মৃতের পরিবার সূত্রে জানা গেছে খণ্ডঘোষ থানা এলাকার এক মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তার সঙ্গেই সম্পর্ক খারাপ হওয়ার কারণে গতকাল বুধবার বিকেলে কার্বলিক অ্যাসিড খেয়ে নেয় ওই যুবক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গতকাল সন্ধ্যা ৭:১৫মিঃ Bmch নিয়ে আসলে চিকিৎসক তাকে বৃদ্ধ ঘোষণা করে।