নবদ্বীপ: বড়ালঘাটে শ্রীশ্রী ধামেশ্বর মহাপ্রভু পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা হল নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসব ২০২৫
রবিবার বিকেলে নবদ্বীপের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় রাস উৎসবে বিধায়কের পুজো বলে খ্যাত শ্রীশ্রী ধামেশ্বর মহাপ্রভুর উদ্বোধনের মধ্যে সূচনা হল রাস উৎসব ২০২৫,এছাড়াও এদিন একাধিক রাস পুজোর উদ্বোধন করেন বিধায়ক ও পৌরপতি,এদিন বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডে বিগত বছরের ন্যায় এবছরও রাস উৎসবে ব্রতী হয়েছেন বিধায়ক সহ স্থানীয় বাসিন্দারা,রজত জয়ন্তী বর্ষে শ্রী শ্রীধামেশ্বর মহাপ্রভু পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ও পৌরপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।