খড়গপুর ১: খড়্গপুরের চাঙ্গুয়ালে টোটো সংক্রান্ত বিষয় নিয়ে INTTUC এর বিশেষ সম্মেলন
আজ রবিবার খড়গপুর ২ নম্বর ব্লক INTTUC ডাকে খড়্গপুর ২ নং ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চাঙ্গুয়াল অঞ্চলের সমস্ত টোটো মালিক ও টোটো চালকদের নিয়ে টোটো রেজিস্ট্রেশন এবং টোটো ইউনিয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা আয়োজিত হয়।