ডোমকল: বিশ্বকর্মা পুজো উৎসবের আমেজে ভেসে উঠল গোটা ডোমকল মহকুমা
উৎসবের আমেজে ভেসে উঠল গোটা ডোমকল মহকুমা। বুধবার দুপুরে এলাকাজুড়ে নানা জায়গায় ধুমধাম করে পালন করা হল বিশ্বকর্মা পুজো। শিল্প, কারখানা থেকে শুরু করে দোকানপাট এমনকি সাধারণ মানুষের বাড়িতেও অনুষ্ঠিত হয় পুজো। সর্বত্রই ছিল সাজসজ্জা আর আনন্দের রঙিন আবহ। পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ভক্তরা ভোগ অর্পণ করেন দেবতাকে, অনেক জায়গায় আবার আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিল্পের দেবতার আরাধনায় এদিন ডোমকল মহকুমা জুড়ে মিলল ধর্মীয় আবেগ, ঐতিহ্