তেহট্ট ২: চাঁদের ঘাটে বুলেট ক্লাবের কালী পুজোর ৩৫ তম বছরে থিম কাশ্মীরে টিউলিপ বাগান, দর্শনার্থীদের ভিড়
পলাশীপাড়া বিধানসভার চাঁদের হাটে উঠে এলো এক টুকরো কাশ্মীর। চাঁদের হাট বুলেট ক্লাবের উদ্যোগে এ বছর কালীপুজোর থিম কাশ্মীরের টিউলিপ বাগান। প্রাকৃতিক এবং কৃত্রিম মিশেলে তৈরি করা হয়েছে এক নৈসর্গিক আবহব। দেখলে মনে হবে একখন্ড কাশ্মীরের টিউলিপ ফুলের বাগান। টিউলিপের বাগান সাজাতে মাস্কয়েক আগে লাগানো হয়েছে ভুট্টো সে তারই মাঝে বসানো হয়েছে কৃত্রিম ফুল। এবছর বুলেট ক্লাবের পূজো ৩৫ বছরে পা দিল, মন্ডপ তৈরি করা হয়েছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের আদলে।