হাবড়া ২: চৈতন্য মহাবিদ্যালয় দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা
দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগর শ্রীচৈতন্য মহাবিদ্যালয় তিন দিনের দৃষ্টিহীনদের দাদা প্রতিযোগিতার আয়োজন করা হলো। মোট পাঁচটি রাজ্যের বাছাই করা ৭০ জন প্রতিযোগী তাতে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার ৯ জন সেরা খেলোয়াড়কে জাতীয় স্তরের খেলায় সুযোগ দেওয়া হবে। দাবা প্রতিযোগিতার পরিচালনায় ছিল গুমা প্রেরণা অডিও লাইব্রেরী।