কাটোয়া ১: দাঁইহাটের রাসের শোভাযাত্রার মধ্যে থেকেই যুবকের পেটে ব্লেড চালিয়ে দেওয়ার অভিযোগ, জখম যুবক চিকিৎসাধীন কাটোয়া হসপিটালে
গতকাল ছিল দাঁইহাটের রাসের শোভাযাত্রা সন্ধ্যার পর থেকেই অতিরিক্ত ভিড়ে চাপ আর তার মাঝে এক যুবককে ভিড়ের মধ্যে ব্লেড মেরে দেওয়ার অভিযোগ। ধারালো ব্লেডের আঘাতে পেটের খানিকটা অংশ কেটে গিয়ে গুরুতর আহত অবস্থায় কাটোয়া হসপিটালে চিকিৎসাধীন সায়ন দফাদার নামের এক যুবক।জানা গিয়েছে তার বাড়ি পাটুলি এলাকায় গতকাল রাতে শোভাযাত্রা দেখার জন্য দাঁইহাটে এসেছিলেন ওই যুবক আর ভিড়ের চাপের মধ্যে কে বা কারা ওই যুবকের পেটে ব্লেড চালিয়ে দেয় গুরুতর জখম হয় যুবক।