হারানো মোবাইল ফিরে পেয়ে হাসি ফিরল বহু মুখে। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার উদ্যোগে উদ্ধার হওয়া ৪০টি মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার SDPO শাস্ত্রেক আম্বেদার, বড়ঞা থানার ওসি অরিন্দম দাসসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি SDPO জানিয়েছেন, এদিন কান্দি মহকুমায় মোট ১০০টি মোবাইল ফেরত দেওয়া হয় — কান্দি থানায় ২৫টি, বড়ঞায় ৪০টি, খড়গ্রামে ১৪টি, ভরতপুরে ১২টি ও সালারে ৯টি।