শালবনি: উড়িষ্যার কটকে মৃত সিআরপিএফ জাওয়ানের মরদেহ স্বমর্যাদায় নিয়ে আসা হল শালবনির কুলফেনি গ্রামে
উড়িষ্যার কটকে মৃত্যু সালবনির সিআরপিএফ জাওয়ানের। সমর্যাদায় নিয়ে আসা হলো জবানের মৃতদেহ। জানা গিয়েছে, মৃত ওই সিআরপিএফ জাওয়ান এর নাম বিল্টু সাঁতরা। বয়স ৩৭। বাড়ি শালবনি কুলফেনী গ্রামে। উড়িষ্যার কটকে পোস্টিং ছিল তার। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে জাওয়ানের।। আজ শুক্রবার বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ তার মরদেহ পৌঁছায় শালবনীতে