বরাবাজার: ভিমরুলের কামড়ে জখম এক মাছ বিক্রেতা বাগালবাঁধ গ্রামে, চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে
ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ এক মাছ বিক্রেতা, ঘটনা বরাবাজার থানার অন্তর্গত বাগালবাঁধ গ্রামে, বুধবার দুপুর নাগাদ এক মাছ বিক্রেতা সাইকেলে করে মাছ বিক্রি করার সময় বাগালবাঁধ গ্রামে ভিমরুলের আক্রমণে যখম হয়, স্থানীয় মানুষজনের চেষ্টায় তাকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে তার চিকিৎসা চলছে।