কালনা ২: ১৫ টাকার পদ্ম মাত্র ২ টাকায়! পুজোর আগে মাথায় হাত পড়েছে বৈদ্যপুরের পদ্ম চাষীদের
বর্ষায় অতিরিক্ত বৃষ্টি, নিচু ধানের জমিগুলোতে দাঁড়িয়ে জল আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ধানের জমিতে ও পদ্ম চাষ। অতিরিক্ত চাষ হওয়ার কারণে বাজারে দাম পাচ্ছেন না পদ্ম চাষীরা। পুজোর আগে মাথায় হাত পড়েছে কালনা দু'নম্বর ব্লকের বৈদ্যপুর ভুরকুন্ডো সহ স্থানীয় এলাকার পদ্ম চাষীদের। এদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক পদ্ম চাষী তিনি জানান ডেট ঢাকা থেকে দুই টাকা পাইকারি যাচ্ছে পদ্মের। যা টাকা খরচ করে চাষ করা হয়েছে।