শনিবার জয়পুরে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে এক সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অসীম সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জয়পুর বাজারে মিছিল হয়। স্কুলে শূন্যপদে নিয়োগ, জেলার গরিব মানুষের কাজের ব্যবস্থা, প্রতিটি অঞ্চলে সরকারি ধান ক্রয় কেন্দ্র খোলা, ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩০০০ টাকা করা সহ একাধিক দাবীতে।