মথুরাপুর ২: পথ দুর্ঘটনায় মৃত্যু হল কম্পানিরঠেক ন্যাশনাল একাডেমিক কেজি স্কুলের ক্লাস ওয়ানের এক ছাত্রীর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কোম্পানিরঠেক ন্যাশনাল একাডেমী কেজি স্কুলের ক্লাস ওয়ানের এক ছাত্রীর ।ঘটনাটি ঘটে আজ সকালে কোম্পানিরঠেক এলাকায় ।স্থানীয়সূত্রে জানা যায় ওই ছাত্রী টিউশন সেরে মায়ের সাথে রাস্তার বাম দিক ধরে বাড়ি ফিরছিল পিপাসা পাওয়ায় রাস্তার পাশে থাকা কল থেকে মা জল নিচ্ছিল সেই সময় রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল ওই ছাত্রী। হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সজোরে ধাক্কা মারে ওই ছাত্রীকে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই ছাত্রী ঘটনাস্থলে এসে পৌঁছ