দাসপুর ১: টোটোয় করে চোলাই পাচার,১২০ লিটার চোলাই সহ কলাকুন্ডু থেকে গ্রেপ্তার ১
টোটোয় করে চলছিলো চোলাই পাচার, অভিযোগ পেয়ে চোলাই সহ হাতে নাতে ধরলো আবগারি দপ্তর, গ্রেপ্তার ১। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ দাসপুরের কলাইকুন্ডু এলাকায় অজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই এলাকার রণজিৎ রানা নামে এক ব্যাক্তিকে ১২০লিটার চোলাই সহ হাতে নাতে ধরে আবগারি দপ্তর।অভিযুক্ত ওই ব্যাক্তি কে ঘাটাল আদালতে তোলা হয় আদালত ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।