তালড্যাংরা: অবৈধভাবে মোরাম পাচারের অভিযোগে ইন্দকাটা ও ভেদুয়া মোড় এলাকা থেকে তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন আটক করল ভূমি দপ্তর
ফের তালডাংরায় মোরাম পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর। সম্প্রতি তালডাংরার ভীমারডাঙ্গা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর কে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্লক ভূমি দপ্তর। সেই রেশ কাটতে না কাটতেই মোরাম পাচারের অভিযোগে ফের তালডাংরার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করে ভূমি দপ্ত