রামনগর ১: দীঘার ঝাউ বন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠালো পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার দিঘার ওশিয়ানা ঘাটে ঝাওবনের ভেতরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পর্যটকদের ,তারা ভেবেছিলেন লোকটি পিকনিক করতে এসে ঘুমিয়ে গেছে, অজ্ঞাত ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ থেকে পোষাক ও কীটনাশক বোতল পাওয়া গেছে |অনেক সময় ধরে ঐ ব্যক্তির কোন নরম চরম না দেখে বুঝতে পারি ব্যাক্তিটি মারা গেছে, ঘটনাস্থলে পর্যটকরা ভিড় জমায় স্থানীয়রা ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দিঘা থানার পুলিশ, পুলিশের অনুমান বিষ খেয়ে মৃত্যু হয়েছে