সাব্রুম: সাব্রুম থানার করুন দশা স্বিকার করলেন বিজেপি দক্ষিন জেলার প্রাক্তন সভাপতি শংকর রায়
সাব্রুম থানার করুন দশা স্বিকার করলেন বিজেপি দক্ষিন জেলার প্রাক্তন সভাপতি শংকর রায়।১৪ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় সাংবাদিকদের মাধ্যমে সাব্রুম থানার করুন চিত্র তুলে ধরেন।সাব্রুমের বাজারের উপর নেতাজী চৌমুহনীতে সাব্রুম থানাটি অবস্থিত।সাব্রুম থানায় দ্বিতল ভবন নির্মান করেছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকার।সাব্রুম থানায় পুলিশ কর্মীরা থাকার জন্য কোয়াটারও নির্মান করা হয়েছিলো।সেই কোয়াটারগুলি রক্ষণাবেক্ষণের অভাবে খুবই খারাপ হয়ে আছে।