হাইলাকান্দি: সেবা সপ্তাহ পর্য্যবেক্ষণে হাইলাকান্দিতে পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ADC
সেবা সপ্তাহ পর্যবেক্ষণে পৃথক পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে। সেবা সপ্তাহ" পর্যবেক্ষণে জেলা স্বাস্থ্য সোসাইটির পক্ষে "নি-ক্ষয় মিত্রের" দ্বারা এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ সোমবার। হাইলাকান্দি জেলা সদরে এস এস কলেজ ও আলগাপুর মডেল হাসপাতালে পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ADC লালরূহলু খিয়েনতে,জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া, জয়েন্ট ডাইরেক্টর ডঃ বিএল দেউরি, সার্কেল অফিসার, জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর সহ বিভাগীয় বিশিষ্টরা।