রামপুরহাট ১: মাদক পাচাররের অভিযোগে ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করলো তারাপীঠ থানার পুলিশ,উদ্ধার প্রায় ৩৫৭ গ্রামে হিরোইন
গোপনসূত্রের খবর পেয়ে মাদক পাচার রুখলো বীরভূমে তারাপীঠ থানার পুলিশ। উদ্ধার প্রায় ৩৫৭ গ্রামে হিরোইন,মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে তিন দুষ্কৃতী,গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম এরশাদ শেখ,জাহিদুল শেখ, ওয়েদ রেজা শেখ তিনজনের বাড়ি নদীয়া জেলায়।