আরামবাগ: দু'মাস পেরিয়ে গেলেও হলনা সেতুর সংস্কার আরামবাগ জুড়ে বন্ধ হল বেসরকারি বাস,সমস্যা সাধারণ মানুষ
দু'মাস পেরিয়ে গেলেও হলনা সেতুর সংস্কার আরামবাগ জুড়ে বন্ধ হল বেসরকারি বাস,সমস্যা সাধারণ মানুষ।জানা গেছে,9ই আগস্ট রাতে আরামবাগে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পরাই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।বাস মালিক সংগঠনের অভিযোগ,এতে করে তাঁদের বাস চালাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছিলো।বারবার প্রশাসনের সাথে বৈঠক করেও সমস্যার সমাধান না হওয়ায় আজ থেকে বাস চলাচল বন্ধ করলো তারা।এদিন কাজে বেরিয়ে সমস্যায় পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।