বেলডাঙা ১: ভিন রাজ্য নয়, নিজের রাজ্যেই আতঙ্ক—চাকদাহ স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস হামলার অভিযোগ দায়ের বেলডাঙ্গা থানায়
এবার আর ভিন রাজ্য নয়— এই রাজ্যেই পরিযায়ী শ্রমিকের উপর নৃশংস হামলার অভিযোগ! ট্রেন থেকে নামিয়ে মারধর, এমনকি সিগারেটের ছাঁকা দেওয়ার মতো অমানবিক অত্যাচারে চাঞ্চল্য ছড়াল বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদাহ রেল স্টেশনে। অভিযোগ, বেলডাঙ্গা থানার অন্তর্গত বেনাদহ গ্রামের কয়েকজন যুবক কাজের সন্ধানে উড়িষ্যা যাচ্ছিল। সেই সময় ট্রেন থেকে জোর করে নামিয়ে দু’জনকে নির্মমভাবে মারধর করা হয়।