চণ্ডীতলা ১: জন্মদিনে ভরপুর আনন্দ– জাঙ্গিপাড়ার দুই জনপ্রিয় নেতাকে ঘিরে উচ্ছ্বাস
আজ সন্ধ্যে সাতটা নাগাদ— তৃণমূল কংগ্রেসের জাঙ্গিপাড়া অঞ্চল সভাপতি ও জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দম মুখার্জি এবং দলের সক্রিয় সদস্য মনোজিৎ ঘোষ, যাঁকে এলাকাবাসী স্নেহভরে ‘বুবুন দা’ নামে চেনেন—এই দুই নেতৃত্বের জন্মদিন উপলক্ষে এলাকায় আনন্দের আবহ তৈরি হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠানে ধরা পড়ে একাধিক সুন্দর মুহূর্ত।