বারাবনী: ঝারখন্ড শশুর বাড়ি গিয়ে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু পিতা-পুত্রের,শোকের ছায়া আসানসোলে
ঝারখন্ড শশুর বাড়ি গিয়ে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু পিতা-পুত্রের,শোকের ছায়া আসানসোলে ঘটনার সম্বন্ধে জানা জানা যায় আসানসোলের বুধার বাসিন্দা সুজয় মল্লিক (৪০) সে ঝাড়খণ্ড রাজ্যের নিমিয়া ঘাট থানা অন্তর্গত পোরদার গ্রামে আসে নিজের শশুর বাড়ি। গতকাল শনিবার দুপুরে সুজয় মল্লিক সঙ্গে তার ছেলে প্রতীক মল্লিক কে( ১২) সঙ্গে নিয়ে স্থানীয় একটি পুকুরের স্নান করতে যায়। পিতা পুত্র পুকুরের জল কতটা গভীর তা বুঝতে পারি নি এবং সে সময় ঘটে যায় এই মর্মান্তিক