চাকদা: চাকদা রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির,তদন্তে রেল পুলিশ
Chakdah, Nadia | Sep 22, 2025 চাকদায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সূত্রের খবর, চাকদা এলাকার বাসিন্দা এক ব্যক্তি সোমবার সকালে ট্রেন থেকে চাকদা স্টেশনে নামার সময় অসতর্কতা বসত পড়ে যান। ঘটনায় চাকদা স্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রেল যাত্রী ও চাকদা GRP ওই ব্যক্তিকে উদ্ধার করে চাকদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুভাষ বর্মন। সোমবার মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।