দিনহাটা ২: দিনহাটায় গাঁজা পরিবহনের চেষ্টা ব্যর্থ, গর্ভডাঙায় ৩০ কেজি গাঁজাসহ আটক মোটরসাইকেল
👉 দিনহাটায় গাঁজা পরিবহনের চেষ্টা ব্যর্থ, ৩০ কেজি গাঁজাসহ আটক মোটরসাইকেল। গর্ভডাঙ্গায় একটি নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার রাত ৭:৪০ মিনিট নাগাদ এই তথ্য নিশ্চিত করে পুলিশ। এদিন বিকেলে অবৈধ পণ্য পরিবহনের সন্দেহে মোটরসাইকেলটি আটক করা হলেও, চালক ও পিছনের আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গর্ভডাঙ্গায় নাকা তল্লাশি চালায় পুলিশ। একটি সন্দেহভাজন নম্বরপ্লেটবিহীন মোটর