ইটাহার: বর্ধমানের দুর্গাপুরে ডাক্তার পড়ুয়া এবং রাজগঞ্জে সপ্তম শ্রেনীর পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদে ইটাহারে থানা ঘেড়াও কর্মসূচি BJP-র
বর্ধমানের দুর্গাপুরে এক দ্বিতীয় বর্ষের ডাক্তার পড়ুয়ার গণধর্ষণ এবং রাজগঞ্জে এক সপ্তম শ্রেনীর পড়ুয়ার ধর্ষণের প্রতিবাদে ইটাহারে থানা ঘেড়াও কর্মসূচি পালন করল বিজেপি। রবিবার ইটাহার বিধানসভা বিজেপি পার্টির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রথমে ইটাহার দাসপাড়া এলাকার বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানায় যান বিজেপি নেতা নেত্রীরা। সেখানে বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য জুড়ে নারী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতৃত্ব।