কাটোয়া ১: তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে সেজে উঠল জাজিগ্রাম নবোদয় সংঘের পুজো , উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
৩৭ বছরে পদার্পণ করল কাটোয়ার জাজিগ্রাম নবোদয় সংঘের দুর্গাপুজো। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন। এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা সহ থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী। এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদল।