হীরবাঁধ: ৭ দিনের শিশু কন্যা ঝোপের মধ্যে ফেলে গেল কারা; জোরদার খোঁজ শুরু করেছে পুলিশ
বাঁকুড়ার হিড়বাঁধ থানার তিলাবনী গ্রামে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক সদ্যোজাত কন্যাশিশু। বুধবার বিকেলে কান্নার আওয়াজে চমকে গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ সূত্রে জানা যায়, নবজাতকের বয়স ৭-১০ দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, শিশুটি আশ্চর্যজনকভাবে সুস্থ রয়েছে। বর্তমানে তাকে চাইল্ড হেল্পলাইনের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। কে বা কারা শিশুটিকে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।