পাড়া: ভাদু জাগরণে পথ নিরাপত্তার বার্তা পাড়া থানার ভাগাবাঁধ গ্রামে
Para, Purulia | Sep 16, 2025 ভাদু উৎসবের অন্যতম প্রধান অঙ্গ ভাদু জাগরণে এবার দেখা গেল এক অভিনব রূপ। মঙ্গলবার রাত আটটা নাগাদ পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্রামে মহিলারা ভাদুর গান ও জাগরণে মাতোয়ারা হলেও, গ্রাম যুব সমাজ যোগ করল এক সামাজিক দায়বদ্ধতার বার্তা। ভাদ্র মাসের সংক্রান্তির আগের রাতে অনুষ্ঠিত এই জাগরণে গ্রামের যুব সমাজ আয়োজন করে একটি নাটকের মাধ্যমে পথ দুর্ঘটনা এড়াতে ও নিরাপদ যাতায়াতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। দর্শকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়।