আলিপুরদুয়ার ২: বুধবার সাত সকালে সরগরম আলিপুরদুয়ার ২ ব্লকের শ্রীনাথপুর চা বাগান
কুড়ি শতাংশ বোনাস মিটিয়ে না দিলে শ্রীনাথপুর চা বাগানের সমস্ত শ্রমিক ডুয়ার্স কন্যা অভিযান করতে যাবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বুধবার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শ্রীনাথপুর চা বাগানে সিটুর ডাকা গেট মিটিংয়ে এমনটাই জানিয়েছেন জেলা নেতা বিদ্যুৎ গুণ বুধবার বেলা দশটা নাগাদ। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে শ্রীনাথপুর চা বাগানের সিটু সমর্থিত শ্রমিকরা গেট মিটিংয়ে শামিল হয়েছেন বুধবার বেলা আটটা নাগাদ। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের এই গেট মিটিং।