হবিবপুর: ছয় মাথা–বারো হাতের কার্তিক ঠাকুর: ঋষিপুরে আটদিনের উৎসব,৬৭ বছরে অটুট প্রাচীন রীতি
হবিবপুর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঋষিপুর সার্বজনীন কমিটির আয়োজিত ছয় মাথা ও বারো হাতের ষড়ানন কার্তিক পূজা। এ বছর পুজোর ৬৭তম বর্ষ।পুজোকে ঘিরে আট দিন ধরে বসেছে আনন্দমেলা। রবিবার সন্ধ্যায় মন্দির চত্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে চন্দননগরের বৈদ্যুতিন লাইটিং।স্থানীয়দের মতে, বহু বছর আগে মনস্কামনা পূরণ হওয়ায় কয়েকজন এলাকার মানুষ এই পুজো শুরু করেন। এখনো সেই রীতি মেনে পূজা চলে আসছে।