বরাবাজার: বরাবাজার এ টিম গ্রাউন্ডে গঙ্গা নারায়ণ সিংহ দেবের মূর্তিতে বিজেপির ঝান্ডা বিষয়ে প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দলের
বরাবাজার এ টিম গ্রাউন্ডের বাইরে চুয়াড় বিদ্রোহের মহানায়ক গঙ্গানারায়ণ সিংহ দেবের মূর্তিতে বিজেপির ঝান্ডা এবং উত্তরীয় ঘিরে তোলপাড় বরাবাজারের রাজনীতি। মঙ্গলবার দুপুর একটা নাগাদ বিএল এ টু দের প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যাই উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে তৃণমূল, জাতীয় কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বরা ঠিক কি বললেন দেখুন আমাদের এই প্রতিবেদনে।