হলদিবাড়ি: ফার্মাস ক্লাবের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো হলদিবাড়িতে
ফার্মাস ক্লাবের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু হলো হলদিবাড়িতে৷ সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার চৌতুর মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করা হয়। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, পঞ্চায়েত সমেতির সদস্য শৈলবালা রায়, ফুট সাপ্লাই ইন্সপেক্টর জয়দীপ ভাওয়েল সহ অনান্যরা। এদিন মোট ৩০ জন কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্য ২৩৬৯ টাকা কুইন্টাল প্রতি দরে ৪৫০ কুইন্টান ধান ক্রয় করা হয়েছে।