খোয়াই: খোয়াই জেলাশাসক কার্যালয়ে স্বচ্ছ ভারত মিশন এর অন্তর্গত নির্মল মতির সূচনা
Khowai, Khowai | Nov 3, 2025 খোয়াই জেলাশাসক কার্যালয়ে স্বচ্ছ ভারত মিশন এর অন্তর্গত নির্মল মতির সূচনা এদিন বিকেল চারটা নাগাদ উপস্থিত ছিলেন ডিডাব্লিউএস এবং পিডব্লিউডির আধিকারিক বিজেশ পান্ডে, খোয়াই জেলাশাসক রজত পান্ত থেকে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।