দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখন্ড এলাকা থেকে অলোক সরকার নামে এক যুবককে রবিবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসোবা থানার পুলিশ।ধৃতের বিরুদ্ধে গত 2022 সালে মে মাসে এলাকায় গন্ডগোল মারামারি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই পুরানো মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধৃতকে গ্রেফতার করে সোমবার বিকালে আলিপুর আদালতে তুলেছে গোসাবা থানার পুলিশ।