পুরুলিয়া ২: পুরুলিয়া ২ নং ব্লকের হরিয়ালগাড়া এলাকায় দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো আজ
প্রতি বছরের মত এ বছরও পুরুলিয়া দু'নম্বর ব্লকের হরিয়ালগাড়া আগয়া বিবেক চেতন ক্লাবের পরিচালনায় আজ থেকে দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো হরিয়ালগাড়া এলাকাতে । এই টুর্নামেন্টে ১৬ টি জল অংশগ্রহণ করেছে।