নলহাটি ১: বাউটিয়া গ্রামে অনুষ্ঠিত হলো বাউটিয়া অঞ্চল বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
বাউটিয়া গ্রামে অনুষ্ঠিত হলো বাউটিয়া অঞ্চল বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, আজ শুক্রবার বিকেল ৪টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি এক ব্লকের বাউটিয়া অঞ্চল BJP-র বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করা হয় বাউটিয়া গ্রামে, ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় আজকের এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। আজকে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার কনভেনার সেন্টু ঘোষ, বিজেপি নেতা বনেশ্বর ঘোষ সহ এলাকার অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা ।