কোচবিহার ২: আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের, কোচবিহারে জানালেন SP
আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত কে পাঁচ দিন পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে জেলা আদালত, জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উল্লেখ্য দুটি বড় আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে কোচবিহার সাইবার ক্রাইম থানার পুলিশ উত্তর ২৪ পরগনা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে। জেলা পুলিশের পক্ষ থেকে আজ তাকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ প্রসঙ্গে পুলিশ সুপার কি জানিয়েছে শুনে নেব