আড়শা: ১৮ নম্বর জাতীয় সড়কে কান্টাডি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারলে আহত দুই মোটরসাইকেল আরোহী
Arsha, Purulia | Sep 17, 2025 বুধবার পুরুলিয়া টাটা ১৮ নম্বর জাতীয় সড়কের আড়শা ব্লকের কান্টাডি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে। আহত দুই মোটর সাইকেল আড়াইকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।