বারাসাত ১: দত্তপুকুরেও ছিলো নবদ্বীপের মতো বিদ্যাচর্চা কেন্দ্র ! তালপাতার পুঁথি দেখিয়ে দাবি করলেন ইতিহাসবিদ অরুণ কুমার ঘোষ
দত্তপুকুরেও ছিলো নবদ্বীপের মতো বিদ্যাচর্চা কেন্দ্র ! তালপাতার পুঁথি দেখিয়ে দাবি করলেন ইতিহাসবিদ অরুণ কুমার ঘোষ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুরের বাসিন্দা পেশায় শিক্ষক অরুন কুমার ঘোষ চন্ডীমঙ্গল তালপাতায় লেখা উদ্ধার করলেন এছাড়াও তিনি দাবি করেন বিদ্যা চর্চার জন্য এক সময় নবদ্বীপ হয়ে উঠেছিল এই দত্তপুকুর , তাল পাতার পুথি আনুমানিক ৩০০ বছরেরও বেশি বয়স হবে বলেই তিনি দাবি করেন এ বিষয়ে তিনি কি বললেন আসুন শুনানি