ইংরেজবাজার: কৃষ্ণপল্লী বাপুজি কলোনিতে শুরু হয়েছে মহানবমী পুজো
আজ মহা নবমী। সকাল থেকে শুরু হয়েছে পুজো। ঠিক সেই রকম বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কৃষ্ণ পল্লী বাপুজি কলোনিতে দেখা গেল নবমী পুজো হচ্ছে। মহাধুমধামে শুরু হয়েছে পূজো। সামিল হয়েছিলেন এলাকাবাসীরা।