পুরুলিয়া জেলার আদ্রা DRM কার্যালয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের DRM সুমিত নরুলা সহ আদ্রা ডিভিশনের রেলের অন্যান্য আধিকারিকেরা।আজ সোমবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মূলত রেলের বিভাগীয় ম্যাগাজিন "জয়চন্ডী" ২০২৪ নামে একটি সংস্করণের প্রকাশ করা হয়। যে ম্যাগাজিনের আনুষ্ঠানিক ভাবে এদিন প্রকাশ করেন DRM সুমিত নরুলা।