ডম্বুর নারিকেল কুঞ্জে স্বচ্ছ ভারত অভিযান: প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় হোম স্টে সোসাইটির উদ্যোগ ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গন্ডাছড়া ডম্বুরের নারিকেল কুঞ্জে আজ সকালে নারিকেল কুঞ্জ হোম স্টে সোসাইটির উদ্যোগে 'স্বচ্ছ ভারত অভিযান' পরিচালিত হয়। এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং এলাকাটিকে প্লাস্টিক ও জঞ্জালমুক্ত করা। সোসাইটির সদস্য ও স্থানীয়রা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।