রতুয়া ১: মহানন্দাটোলা এলাকার মানুষদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য শিবির আয়োজিত করল ডি ওয়াইফাই
Ratua 1, Maldah | Oct 20, 2025 ডি ওয়াই এফ আই নেতৃত্বের উদ্যোগ মতো রতুয়ার মহানন্দাটোলা এলাকায় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করতে শিবির আয়োজন করলো। এলাকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এই শিবিরে পৌঁছে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর সাথে যে সমস্ত ওষুধপত্র দেওয়া হচ্ছে সেগুলোই গ্রহণ করল। নদী ভাঙ্গন ও বন্যার সমস্যায় যে সমস্ত মানুষ ভুক্তভোগী ছিল তারা যাতে রোগে না থাকে সেজন্য এই ধরনের স্বাস্থ্য শিবির।