খয়রাশোল: প্রাক্তন শিক্ষকের প্রয়াণে স্তব্ধ দুবরাজপুর, মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া
দুবরাজপুর শহরে শোকের আবহ নেমে এসেছে প্রাক্তন শিক্ষকের প্রয়াণে। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুর ২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় মহলসহ প্রাক্তন ছাত্রছাত্রী ও শহরবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রয়াত শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুক্রবার রাত্রে উপস্থিত হন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে।