কলকাতা: বন্ধ হয়ে যাওয়া উত্তর কলকাতার অন্যতম পুজো মোঃ আলী পার্ক আজ খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য
গতকাল রাতে বন্ধ হয়ে যাওয়া উত্তর কলকাতার অন্যতম পুজো মোঃ আলী পার্ক আজ ফের বিকেল চারটের পর খুলে দেওয়া হলো দর্শনার্থীদের উদ্দেশ্যে। পুরসভা সূত্রে খবর, যেখানে মণ্ডপটি তৈরি করা হচ্ছিল তার নীচেই রয়েছে ব্রিটিশ আমলে তৈরি জলাধার। সেকারণে আর কোনও ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা। ওখানে প্য়ান্ডেল তৈরিতে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট পুজো উদ্য়োক্তাদের জানিয়ে দেওয়া হয়। কারণ ব্রিটিশ আমলের তৈরি ভূগর্ভস্থ জলাধারটির ইঁটের গাঁথনি রয়েছে।